• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

 চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  এর অভিযানে  ৫১০০ ইয়াবাসহ ৩ জন গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ১২:২৭ পিএম;
 চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  এর অভিযানে  ৫১০০  ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
 চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  এর অভিযানে  ৫১০০ ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

২৫ অক্টোবর ২০২১ তারিখ ৫,১০০ পিস ইয়াবা সহ চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক পটিয়া'য় গ্রেফতার কক্সবাজার এর ০২ জন ও নাইক্ষ্যংছড়ি, বান্দরবান এর ০১ জন মাদক পাচারকারী, মামলা দায়েরঃ.

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সীরহাট আনসার ক্যাম্পের পূর্ব পার্শ্বে চট্টগ্রাম শহরে পাচারকালে ৫,১০০ (পাঁচ হাজার একশত) পিস ইয়াবা সহ টেকনাফের রাজিবুল ইসলাম (২২) ও উখিয়ার দিলদার মিয়া (২০) এবং নাইক্ষ্যংছড়ির মোঃ নুরুল হক (২৯) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যথাক্রমে পটিয়া থানায় ০২ টি মামলা দায়ের করা হয়। .

আসামী (১) রাজিবুল ইসলাম (২২), পিতাঃ জাফর আলম, মাতাঃ জান্নাতুল ফেরদৌস, সাংঃ কেরনতলী, হোয়াইক্যাং, ওয়ার্ড নং-০১, হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। এবং আসামী (২) দিলদার মিয়া (২০), পিতাঃ ফরিদ মিয়া, মাতাঃ আমেনা খাতুন, সাংঃ নলবনিয়া, পালংখালী, ওয়ার্ড নং-০৮, পালংখালী ইউনিয়ন পরিষদ, থানাঃ উখিয়া, জপলাঃ কক্সবাজার।  তাদের ৩,৩০০ পিস ইয়াবাসহ ২৫/১০/২০২১ সকাল ০৯ঃ৫০ ঘটিকায় গ্রেফতার করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়।.

আসামী (৩) মেঃ নুরুল হক (২৯), পিতাঃ মৃত এরশাদুল হক, মাতাঃ মৃত রোকেয়া বেগম, সাংঃ দক্ষিণ ঘুমধুম ঘোনারপাড়া, ওয়ার্ড নং-০৫, ঘুনধুম ইউনিয়ন পরিষদ, থানাঃ নাইক্ষ্যংছড়ি, জেলাঃ বান্দরবান। তাকে ১,৮০০ পিস ইয়াবাসহ ২৪/১০/২০২১ রাত প্রায় ০৭ঃ০০ ঘটিকায় গ্রেফতার করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়।.

 .

 . .

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান 

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ